ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

জ্বরে আক্রান্ত পেলে, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১১:০৬, ৪ এপ্রিল ২০১৯

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে অসুস্থ অবস্থায় প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা গভীরভাবে পেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান এই তারকা ফ্রান্সের রাজধানী শহরে বাণিজ্যিক কারণে গিয়েছিলেন।

সুইস ঘড়ি সংস্থার প্রচারানুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে উড়ে যান পেলে। সেখানে তিনি দেখা করেন বিশ্বকাপজয়ী ফরাসি দলের তরুণ তারকা এমবাপের সঙ্গে, যিনিও সংশ্লিষ্ট বাণিজ্যিক সংস্থার একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

অনুষ্ঠানে এমবাপের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানো ছাড়াও পেলে কথা বলেন ফরাসি তারকার বাবা-মায়ের সঙ্গেও। তবে অনুষ্ঠানের পরেই অসুস্থ বোধ করেন ৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। প্রচণ্ড জ্বর ছাড়াও সর্দিতে কাবু হয়ে পড়েন তিনি।

সংক্রমণের আশঙ্কায় ব্রাজিলে ফেরার সূচি বাতিল করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকালেও পেলে প্যারিসের হাসপাতালে ছিলেন। তবে আপাতত তিনি ভালো রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি